গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউনিয়নের ১, ২, ৩, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বিলকিস বিডব্লিউবি শিশু কার্ড করে দেওয়ার কথা বলে, ৫,০০০ হাজার, ৬০০০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মুরাদ নামের এক ভুক্তভোগী বলেন, আমাকে ৩০ কেজি চালের শিশু কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৮ মাস আগে ৫৫০০ টাকা নেন বিলকিচ মেম্বার। ভুক্তভোগী মুরাদ বলেন, চালের কার্ডের নাম হয়েছে কি না জানতে চাইলে মহিলা মেম্বার বিলকিস বলে তোমার এই নামের চালের কার্ড হবে না। পরে মহিলা মেম্বারের কাছে টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখান। পরে আমি বাধ্য হয়ে বর্নি ইউনিয়নের বিএনপি সভাপতি জাহাঙ্গির কবিরের কাছে নালিশ করি। পরে বর্নি ইউনিয়নের বিএনপির সভাপতি জাহাঙ্গির কবির বিলকিস মেম্বারকে বিষয়টা সমাধানের জন্য বলে। বিলকিস মেম্বার ্অকে ফোন দিলে স্বীকার করে যে আমি কারো কাছ থেকে এক টাকা ও খাই নাই। যদি প্রমাণ দিতে পারেন তবে আপনি আমাকে জা বলবেন আমি তাই শুনবো। পরে জাহাঙ্গির কবির আবার ফোন দিলে বলে যে আমি তার কাছ থেকে ১,০০০ হাজার টাকা নিয়েছি। জাহাঙ্গির কবির বলেন আমি মুরাদ কে সামনে রেখে দরকার হয় আবার ফোন দিবো আপনি যে টাকা নিয়েছেন ওই টাকা ফেরত দিয়ে দিবেন। পরে রাতের মধ্য মুরাদ কে ৫,০০০ হাজার টাকা দিয়ে পাঠায় আর বলে বাকি ৫০০ টাকা আমি আবেদন করতে রাখি। ভুক্তভোগী রহিমা নামের একজন বলেন , তার কাছ থেকে ৩৫০০ টাকা নিয়েছে ৩০ কেজি চাউলের কার্ড করে দিবে বলে। মহিলা মেম্বার যে কয়টা নাম দিয়েছে সবার কাছের থেকে ৫০০ টাকা আবেদন করা জন্য নিয়েছে বলে জানা গেছে। বিগত দিনে ও এই মহিলা মেম্বার এর বিরুদ্ধে ঈদের চাল সহ প্রতিবন্ধী ভাতা, বয়স্কভাতা, গর্ভবতী ভাতা দেওয়ার কথা বলে ৫০০০ হাজার, ৬০০০ হাজার টাকা নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে। ১, ২, ৩, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারে নিজের পরিবারে ভুয়া নামে প্রতিবন্ধী কার্ড বানিয়ে ভাতা খাচ্ছে। বিলকিসের মেয়ে সাদিয়া সুলতানার গর্ভবতী ভাতা নাম দেই অক্টোবর মাসে কিন্তু তার মেয়ের বাচ্চার বয়স ৭ বছর সে কীভাবে ভাতা পাই । এই মহিলা মেম্বারের বিগত দিনের একাধিক বার পত্রিকায় নিউজ হয়েছে কিন্তু তার কিছুই হয় নাই কারণ এই বিলকিস মেম্বারের হাত অনেক লম্বা। এ বিষয়ে মহিলা মেম্বার বিলকিসের সাথে কথা বললে তিনি বলেন ঘটনা সত্যি তবে আমি তো টাকা ফেরত দিয়েছি । তাই
এই মহিলা মেম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিশেষ অনুরোধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ ।